Logo
Logo
×

জাতীয়

পাল্টে যাচ্ছে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও বঙ্গমাতা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৫:০১ পিএম

পাল্টে যাচ্ছে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও বঙ্গমাতা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম

বিএসএমএমইউ নামেও পরিচিত রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে পাল্টে ফেলা হচ্ছে শেখ হাসিনা ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে থাকা দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামও।

বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন দুপুরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় নীতিগত ও​ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এই অধ্যাদেশের উদ্যোক্তা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এ অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম হবে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে প্রস্তাবিত ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায়ও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম হবে ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’।

একই দপ্তরের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ​২০২৫’-​এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম হবে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম