Logo
Logo
×

জাতীয়

জাতীয় বিপ্লবী পরিষদ

ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅবস্থানের ২৮ দিন অতিবাহিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:০৪ পিএম

ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅবস্থানের ২৮ দিন অতিবাহিত

ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রজনতার গণঅবস্থানের ২৮তম দিন বুধবার অতিবাহিত হয়েছে।এদিন ফ্যাসিবাদী দল নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ, ফ্যাসিবাদ বিরোধী প্রচারণা ও গণইফতার কার্যক্রম পরিচালিত হয়েছে। পরে রাজু ভাস্কর্যের ছাত্রজনতা শাহবাগে ‘ইনকিলাব মঞ্চ’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংহতি জানায়।

বিপ্লবী ছাত্র পরিষদের যুগ্ম-আহ্বায়ক ইয়ামিন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান হয়।

গণঅবস্থানের সংগঠক ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, আমরা ১৩ ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার দাবিতে রাজু ভাস্কর্যে গণঅবস্থান করে আসছি। এরমধ্যে আমাদের জুলাই বিপ্লবের ভ্রাতৃপ্রতীম সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’ শাহবাগী ফ্যাসিস্ট নেত্রী লাকি আক্তারকে গ্রেফতার, শাপলা ও পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে। আমদের অবস্থান অভিন্ন হওয়ায় আমরা ‘ইনকিলাব মঞ্চের’ অবস্থানে শরিক হতে এসেছি।

আরেক সংগঠক ও ও জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম বলেন, আমাদের গণঅবস্থান দুদিন পর এক মাস পার করবে। এত দিন ধরে সবাই দাবি জানালেও সরকারের কাছ থেকে কোনো সাড়া নাই। এর মধ্যে ‘ইনকিলাব মঞ্চ’ একই দাবিতে মাঠে নামায় আমরা আশাবাদী হয়েছি আমাদের দাবি সার্বজনীন হয়ে উঠছে। ফ্যাসিবাদ নিষিদ্ধের দাবি সবাই অনুধাবন করছেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জুলাইয়ের আহত রাব্বি মিয়া, জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান, সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম-আহ্বায়ক সাইয়্যেদ কুতুব, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিম আহমেদ, তৌহিদ আহমেদ তপু, তামিম আনোয়ার ও কায়েস আহমদ, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম