জাতীয় পরিচয়পত্রে ডাক নাম যুক্তের চিন্তা ইসির

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:০৬ পিএম

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ব্যক্তিগত তথ্যে ডাকনাম এবং একাধিক স্ত্রী থাকলে তাদের নাম যুক্তের চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)।
একইসঙ্গে প্রবাসীদের ভোটারধিকার নিশ্চিতে প্রক্সি পদ্ধতি চালুর সম্ভাব্যতা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন ইসির কর্মকর্তারা। তারা একটি প্রস্তাবনাও তৈরি করেছেন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জাতীয় পরিচয়পত্রে ডাকনাম ও স্ত্রীর নাম যুক্তের বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ূন কবীর সাংবাদিকদের বলেন, আমাদের কাছে অনেক আবেদন আসছে যেগুলোতে নাগরিকরা দ্বিতীয় স্ত্রীর নাম অন্তভর্‚ক্ত করতে চান। এছাড়া অনেকে ডাকনামে ভোটার হয়েছেন কিন্তু আসল নাম ভিন্ন। এসব আবেদনের সমাধানও করতে পারছি না। এসব বিষয় নিয়ে আমাদের মধ্যে বৈঠক হয়েছে। আমরা এসব তথ্য যুক্ত করার কথা চিন্তা করছি। নির্বাচন কমিশন ও সরকার অনুমোদন করার পর এগুলো বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।