ইসির গণবিজ্ঞপ্তি জারি
নতুন দলের নিবন্ধন আবেদনের সময় ২০ এপ্রিল পর্যন্ত

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৮:২৬ পিএম

ফাইল ছবি
আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ এপ্রিল পর্যন্ত নতুন দলের নিবন্ধন পেতে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে তিনটি শর্তে নিবন্ধনের আবেদন করার কথা বলা হয়েছে। নিবন্ধন পেতে তিন শর্তের মধ্যে কমপক্ষে একটি পূরণ করতে হবে দলগুলোকে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, যেসব দল নিবন্ধন পেতে আগ্রহী তারা নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে আবেদন করতে পারবেন। যেসব আবেদন জমা হবে সেগুলো যাচাই-বাছাই করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আরও বলেন, বিদ্যমান আইন-বিধি মেনেই আবেদন করতে হবে। নতুন করে শর্তারোপ বা শর্ত শিথিল করা হয়নি।
ইসির গণবিজ্ঞপ্তিতে যে তিনটি শর্তের কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে- প্রথমত: বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যেকোনো একটিতে দলীয় নির্বাচনি প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসন লাভের সমর্থনে প্রামাণিক দলিল। দ্বিতীয়ত: বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যেকোনো একটিতে নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট ভোট সংখ্যার শতকরা পাঁচভাগ ভোট লাভের সমর্থনে কমিশন বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র। তৃতীয়ত: দলের কেন্দ্রীয় কমিটিসহ, একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তর, অন্যূন এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তর এবং অন্যূন একশতটি উপজেলা বা ক্ষেত্রমতে মেট্রোপলিটন থানায় কার্যকর দপ্তর এবং প্রতি উপজেলায় বা থানায় অন্যূন দুইশত ভোটার সদস্য হিসেবে দলের তালিকাভুক্ত থাকার সমর্থনে প্রামাণিক দলিল থাকতে হবে।
ইসির কর্মকর্তারা জানান, প্রথম দুটি শর্ত পূরণ করেছে কিন্তু নিবন্ধন পায়নি এমন রাজনৈতিক দল অবশিষ্ট নেই। সাধারণত: তৃতীয় শর্ত পূরণ করে সাম্প্রতিক বছরগুলো দল নিবন্ধন পেয়ে আসছে। এবারও ওই শর্তের ভিত্তিতে নিবন্ধন দেওয়া হবে। আবেদনের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচরি ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি, তহবিলের উৎস, দল নিবন্ধনের আবেদনকারীর ক্ষমতাপত্র, নিবন্ধন ফি বাবদ অফেরতযোগ্য ট্রেজারি চালানের কপি এবং নিবন্ধনের তিনটি শর্তের মধ্যে যেকোনো একটি পূরণের প্রমাণ জমা দিতে হবে।
উল্লেখ্য, বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯টি। সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে অন্যরা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন।