
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৪:০২ পিএম
ভূতাপেক্ষ পদোন্নতির দাবি জোরদার হচ্ছে, বঞ্চিতদের আবেদন রিভিউ প্রধান উপদেষ্টার দপ্তরে

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৭:০৬ পিএম

আরও পড়ুন
ফের ভূতাপেক্ষ পদোন্নতির দাবি জোরদার হচ্ছে। বঞ্চিত কর্মকর্তারা সুসংগঠিত হয়ে দাবি তুলছেন। ভূতাপেক্ষ পদোন্নতি বঞ্চিত বিভিন্ন ব্যাচের অতিরিক্ত সচিবরা কোনো ধরনের আর্থিক সুবিধা ছাড়া সচিব হিসাবে পদোন্নতি দাবি করেছেন। তারা আরও দাবি করেছেন, বঞ্চনা নিরসনে সাবেক অর্থ সচিব মো. জাকির আহমেদ খানের কমিটিতে প্রতিকারের জন্য আবেদন করেননি- এমন কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ যারা আবেদন করেছেন তাদের আবেদন মূল্যায়ন করা হয়নি। বঞ্চনা নিসরন কমিটিতে আবেদন করেছিলেন ৫৭২ জন অতিরিক্ত সচিব, এদের মধ্যে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন মাত্র ৫১ জন। বাকি ৪৬১ জনের আবেদন আমলেই নেওয়া হয়নি। আবার ভূতাপেক্ষ পদোন্নতি পাওয়া ৫১ জনের মধ্যে ৩৮ জন অতিরিক্ত সচিব নিয়মিত পদোন্নতি পেয়েছেন অর্থাৎ তারা চাকরিজীবনে পদোন্নতি বঞ্চিত হননি।
সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের কাছে এ সব তথ্য তুলে ধরেন বঞ্চিত অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ফোরাম।
তারা আরও দাবি করেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের সময় পদোন্নতিসহ বিভিন্নভাবে বঞ্চনায় শিকার হয়ে অবসরে যাওয়া ৪৬১ জন অতিরিক্ত সচিব অর্থাৎ ৯০ শতাংশ অতিরিক্ত সচিবের আবেদন মূল্যায়ন করা হয়নি। এদের মধ্যে এক দুইবার থেকে আট নয়বার পদোন্নতি বঞ্চিত হয়ে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাও রয়েছেন। কমিটি ভূতাপেক্ষ পদোন্নতিতে কোনো ধরনের নীতিমালা অনুসরণ করেনি। স্বেচ্ছায় অবসরে যাওয়া এবং মৃত ব্যক্তিকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। দুর্নীতি ও বিভাগীয় মামলার আসামিরা ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন। কে কেন ভূতাপেক্ষ পদোন্নতি বঞ্চিত তা প্রকাশ করার কথা থাকলেও অদৃশ্য কারণে তা প্রকাশ করা হচ্ছে না। এমনকি তথ্য অধিকার আইনে এ সংক্রান্ত তথ্য চাওয়া হলে নানা গোঁজামিল দিয়ে আইনের ‘অপব্যাখ্যা’ দাঁড় করিয়ে তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
বঞ্চিত অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ফোরামের আহবায়ক ড. নাসির উদ্দিন যুগান্তরকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বঞ্চিতদের প্রত্যেকেই এককভাবে আবেদন করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, জনপ্রশাসন সচিব তাদের জানিয়েছেন ভূতাপেক্ষ পদোন্নতি বঞ্চিতদের আবেদন রিভিউ এবং এ সংক্রান্ত কমিটির মেয়াদ বৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছেন। অনুমোদন হয়ে আসলেই এ সংক্রান্ত কমিটির কার্যক্রম পুনরায় শুরু হবে। সেক্ষেত্রে ভূতাপেক্ষ পদোন্নতি বঞ্চিতদের ব্যক্তিগতভাবে আবেদন করার পরামর্শ দিয়েছে জনপ্রশাসন সচিব।
নাসির উদ্দিন আরও বলেন, জনপ্রশাসন সচিব বলেছেন বঞ্চিত অতিরিক্ত সচিবদের আবেদনগুলো আলাদাভাবে দেখার ব্যবস্থা করবেন।
এসব বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মন্তব্য জানতে চেয়ে জানা যায়নি। মন্ত্রণালয়ের মুখপাত্র এবং জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন বলে না জানান।