
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩২ এএম
সাংবাদিক আমির খসরু গুরুতর অসুস্থ, জরুরিভিত্তিতে রক্ত লাগবে

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৫:২৫ পিএম

বরেণ্য সাংবাদিক আমির খসরু গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন।
আমির খসরুর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে কয়েক ব্যাগ রক্ত লাগবে। রক্তের গ্রুপ ‘ও পজেটিভ’। হৃদয়বান ব্যক্তিরা রক্ত দিতে চাইলে আমির খসরুর ঘনিষ্ঠ যুগান্তর অনলাইন এডিটর হাসান শরীফের সঙ্গে (মোবাইল নম্বর ০১৫৫২৩২৬২৫৯) যোগাযোগ করতে পারেন।
প্রসঙ্গত, আমির খসরু দীর্ঘদিন ভয়েস অব আমেরিকায় সাংবাদিকতা করেছেন। এছাড়া বহু গণমাধ্যমে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমির খসরু দৈনিক যুগান্তরের কলাম লেখক।