Logo
Logo
×

জাতীয়

যেখানে মব, সেখানেই গ্রেফতারের ঘোষণা: উপদেষ্টা মাহফুজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৫:২১ পিএম

যেখানে মব, সেখানেই গ্রেফতারের ঘোষণা: উপদেষ্টা মাহফুজ

ফাইল ছবি

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, গত সাত-আট মাসে যতগুলো মব হয়েছে সবগুলোর তথ্য সরকারের কাছে আছে। এখন থেকে যে যেখানে মব করবে তাকে সেখানেই গ্রেফতার করা হবে। রোববার আইন-শৃঙ্খলাবিষয়ক বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব জানান তথ্য উপদেষ্টা।

মাহফুজ আলম বলেন, দেশে যেই ঘটনা এখন চলছে এর সঙ্গে জড়িতরা যে ধর্ম, মত বা পথের হোক না কেন কেউ ছাড় পাবে না।

সরকার এত দিন বিষয়টি সহ্য করলেও আজ থেকে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

তথ্য উপদেষ্টা জানিয়েছেন, মবসহ যেসব ঘটনাগুলো এখন চলছে তা যাতে মিডিয়ায় সঠিকভাবে উপস্থাপন করা হয় সে জন্য মিডিয়ার স্টেক হোল্ডারদের সঙ্গে শিগগিরই বৈঠক করা হবে।

মানুষের কাছে কোনোভাবেই ভুল সংবাদ প্রচার না হয় সে বিষয়ে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম