Logo
Logo
×

জাতীয়

আরেফিন সিদ্দিকের সবশেষ স্বাস্থ্যের অবস্থা জানালেন চিকিৎসক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৪:১৪ পিএম

আরেফিন সিদ্দিকের সবশেষ স্বাস্থ্যের অবস্থা জানালেন চিকিৎসক

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার উন্নতি নেই। শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ডা. নজরুল হোসেন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডা. নজরুল হোসেন বলেন, স্ট্রোকের পর তার অস্ত্রোপচার প্রয়োজন হলেও শারীরিক অবস্থার কারণে সেটি করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, স্যারের ব্লাড প্রেসার ঠিক আছে। রক্ত দেওয়ার পর প্ল্যাটিলেট কাউন্ট এক লাখের বেশি। ইউরিন আউটপুট স্বাভাবিক এবং হার্টের অবস্থা ঠিক আছে। কিন্তু ব্রেইনের অবস্থা গত রাতের চেয়ে কিছুটা অবনতি হয়েছে। প্রায় কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এ কারণে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না। মস্তিষ্কের অবস্থার কিছুটা উন্নতি হলে অস্ত্রোপচার প্রক্রিয়া করা যাবে।

এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে আরেফিন সিদ্দিক ব্যাংক থেকে টাকা তোলেন। তরপর আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে পড়ে যান তিনি। তাৎক্ষণিক তাকে বারডেমে আনা হয়। এখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন।

তখন তাকে নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম