
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম
বিপ্লবে আহতদের হেলথ কার্ড ও সম্মানি ভাতা বিতরণ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১০:৫৫ পিএম

আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহতদের মধ্যে হেলথ কার্ড ও সম্মানি ভাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে প্রথম ধাপে ৮০ জন আহত এ সেবার আওতায় এসেছেন।
পর্যায়ক্রমে সবাইকে হেলথ কার্ড ও সম্মানি ভাতা দেওয়া হবে। হেলথ কার্ড ও ভাতা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক খায়ের আহমেদ চৌধুরী। এসময় তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল, সহকারী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নিলা এবং ছাত্র প্রতিনিধি নাবিলা।
হাসপাতাল পরিচালক অধ্যাপক খায়ের আহমেদ চৌধুরী বলেন, আজ (বৃহস্পতিবার) জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের মধ্যে হেলথ কার্ড এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সম্মানি ভাতা হিসেবে জনপ্রতি ২ লাখ টাকা দেওয়া হয়েছে। আজ ৮০ জন আহত যোদ্ধাকে হেলথ কার্ড ও সম্মানি ভাতা দেওয়া হলো। পর্যায়ক্রমে সব আহত যোদ্ধাকে এই হেলথ কার্ড এবং সম্মানি ভাতা দেওয়া হবে।