
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ০৩:১৮ এএম
৪ হাজার ৬১৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১০:৫৫ পিএম

আরও পড়ুন
রাজনৈতিক প্রতিহিংসা বা অন্যান্য কারণে দলীয় নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের করা চার হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইন, বিচার
ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এতে বলা হয়, আইন উপদেষ্টার সভাপতিত্বে রাজনৈতিক ও
হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশের জন্য গঠিত কমিটি ছয়টি সভায় মোট চার হাজার
ছয়শত পনেরটি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।
এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (আইন ও শৃঙ্খলা) এবং যুগ্মসচিব (আইন)
এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম-সচিব পর্যায়ের নিচে
নয়)। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের
আইন-১ শাখার উপসচিব/সিনিয়র সহকারী সচিব/সহকারী সচিব।