Logo
Logo
×

জাতীয়

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি : আদালতে শাহজাহান খান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১১:৫৬ এএম

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি : আদালতে শাহজাহান খান

কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন বলে জানিয়েছেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান।

বুধবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর আদালত থেকে নামানোর সময় তিনি এ কথা বলেন।

এদিন সকাল ১০টা ৬ মিনিটে তাকে আদালতের হাজতখানা থেকে আদালতে তোলা হয়। এরপর ১০ টা ১০ মিনিটের দিকে দুজন পুলিশ কনস্টেবল তাকে দুই পাশে ধরে কাঠগড়ায় তোলেন। পরে তাকে দেখতে আদালতের এজলাসে আসা তার কয়েকজন স্বজনকে দেখে দূর থেকে হাত উঁচু করেন তিনি। এরপর মুচকি হাসতে থাকেন শাজাহান খান।

এসময় কাঠগড়ায় তার পাশে অবস্থান করছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম।

পরে আদালত থেকে গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হলে শাজাহান খানকে কাঠগড়া থেকে নামিয়ে হাজতখানার দিকে নেওয়া হয়। এ সময় তিনি কেমন আছেন জিজ্ঞেস করেন এক সাংবাদিক। উত্তরে তিনি বলেন, ভালো আছি তোমাদের দোয়ায়, দোয়া করবা আমার জন্য। 

তখন ওই সাংবাদিক জিজ্ঞেস করেন, কি দোয়া করব?

উত্তরে শাহজানান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি; এ সমস্ত কারণে দোয়া করবা । 

তখন ওই সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন। তখন শাহজাহান খান বলেন, আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে।

এ সময় আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি এত হাসেন কেন। তখন শাহজাহান খান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকবো। এর তিনি কারাগারে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, খুব ভালো আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।

এরপর তাকে গারদ খানার ভিতরে নিয়ে যাওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম