
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫১ এএম
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১০:০৯ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদায় ১৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এ বদলির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সই করেন।
বদলির তালিকায় রয়েছেন তিনজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি), সাতজন ডিআইজি এবং আটজন পুলিশ সুপার।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।