Logo
Logo
×

জাতীয়

নাশকতার মামলা: জয়নুলসহ বিএনপির ২৩০ জনকে অব্যাহতি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৭:০৪ পিএম

নাশকতার মামলা: জয়নুলসহ বিএনপির ২৩০ জনকে অব্যাহতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ দলের ২৩০ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

গাড়ি ভাঙচুর ও ট্রাফিক বক্সে হামলার অভিযোগে করা মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।  

মঙ্গলবার আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মো. জিন্নাত বিষয়টি নিশ্চিত করেছেন।

জিন্নাত জানান, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের অব্যাহতি দেন আদালত।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন-নবী খান সোহেল, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সেক্রেটারি সুলতানা আহম্মেদ ও মহিলা দলের নেত্রী শিরিন সুলতানা।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চকবাজার বিশেষ আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় বিএনপির প্রায় দেড় হাজার নেতাকর্মী মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে ও ট্রাফিক বক্স ভাঙচুর করেন তারা। এতে কিছু পুলিশ সদস্য গুরুতর আহত হন।

এ ঘটনায় ওইদিন রমনা থানার উপপরিদর্শক এস এম খায়রুল বাশার বাদী একটি মামলা করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির ২৩০ নেতাকর্মীকে অব্যাহতির সুপারিশ করে আদালতে দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুইটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক আবু হানিফ।

গত ২৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান দণ্ডবিধি আইনের অংশটি গ্রহণ করে ডা. জাহিদ-জয়নুলসহ ২৩০ জনকে অব্যাহতি দেন। এছাড়া বিশেষ ক্ষমতা আইনের অংশটি পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম