Logo
Logo
×

জাতীয়

কর্মসংস্থান ও নিরাপত্তায় উবারের ইতিবাচক ভূমিকা, বাড়ছে চাহিদাও

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০১:১৫ পিএম

কর্মসংস্থান ও নিরাপত্তায় উবারের ইতিবাচক ভূমিকা, বাড়ছে চাহিদাও

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে ২০২৪ সালে সাড়ে ৫ হাজার কোটি টাকা অবদান রেখেছে জনপ্রিয় রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার। গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ফার্স্ট পরিচালিত ‘উবারস ইকোনমিক ইমপ্যাক্ট রিপোর্ট ইন বাংলাদেশ-২০২৪’ অনুযায়ী, উবার মটো ও অটো সার্ভিস একাই ৯২০ কোটি টাকা যোগ করেছে। সম্প্রতি উবারের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

গবেষণায় উঠে এসেছে, ৮২ শতাংশ যাত্রী অফিস যাতায়াতে উবার ব্যবহার করেন, যা বছরে আনুমানিক ১১ লাখ কর্মঘণ্টা সাশ্রয় করে ৯৪ কোটি টাকার সমপরিমাণ লাভ দিয়েছে। পাশাপাশি, উবার চালকরা অন্যান্য কর্মসংস্থানের তুলনায় ৪২ শতাংশ বেশি আয় করছেন, যা তাদের জীবিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের পর্যটন শিল্পেও উবার গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০২৩ সালে পর্যটন খাতে ২৯০ কোটি টাকা এবং ২০২৪ সালে ২১ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে উবার। যাত্রীরা ৬৬,৯০০ কোটি টাকার ভোক্তা সুবিধা লাভ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তার ক্ষেত্রে উবার যাত্রীদের আস্থার জায়গা তৈরি করেছে। ৯৫ শতাংশ নারী যাত্রী উবারকে নিরাপদ মনে করেন এবং ৮৯ শতাংশ যাত্রী রাতে বাড়ি ফেরার জন্য এটিকে সবচেয়ে নিরাপদ মাধ্যম বলেছেন।

অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসিন উবারের কার্যক্রম মনিটরিংয়ের প্রয়োজনীয়তার কথা বলেন, অন্যদিকে উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল সেবার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানান। উবারের এ গবেষণা দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং নগর পরিবহণ ব্যবস্থায় রাইডশেয়ারিং সার্ভিসের গুরুত্বপূর্ণ অবদানকে তুলে ধরেছে, যা ভবিষ্যতে আরও প্রসারিত হওয়ার সম্ভাবনা রাখে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম