Logo
Logo
×

জাতীয়

অবৈধ সম্পদ অর্জন

সাবেক এমপি তানভীর ইমাম, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:৫১ পিএম

সাবেক এমপি তানভীর ইমাম, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে মামলা

ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ-সদস্য তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও কন্যা মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

একটি মামলায় তানভীর ইমামের বিরুদ্ধে ৩০ কোটি ৬২ লাখ তিন হাজার ৮৩৬ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। সংসদ-সদস্য হিসাবে ক্ষমতার অপব্যবহার করে এ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আরেক মামলায় তানভীর ইমামের স্ত্রী মাহিন ইমামের বিরুদ্ধে তিন কোটি সাত লাখ ৪৯ হাজার ৫৪৮ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তানভীর ইমামকেও আসামি করা হয়েছে। তানভীর সংসদ-সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার স্ত্রী মাহিনকে অপরাধে সহায়তা করার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে এজাহারে উলে্লখ করা হয়েছে।

অপর মামলায় তানভীর ইমামের কন্যা মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে এক কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭১৭ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে আনা হয়েছে। এ মামলায় তানভীর ইমামকেও আসামি করা হয়েছে।

তানভীর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম