Logo
Logo
×

জাতীয়

মেডিকেল টেকনোলজিস্টদের সংবাদ সম্মেলন

শূন্যপদে নিয়োগ পদ সৃষ্টিসহ চার দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:২৪ পিএম

শূন্যপদে নিয়োগ পদ সৃষ্টিসহ চার দাবি

ছবি: সংগৃহীত

অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিকসহ সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি করাসহ চার দফা দাবি জানিয়েছেন মেডিকেল টেকনোলজিস্টরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ), বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার অ্যাসোসিয়েশন (বিডিপিপিএ) এবং সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

দাবিগুলো হলো-প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপে লগবুক প্রণয়ন করতে হবে। বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করতে হবে। প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামকরণ করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যাটস সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র সমন্বয়ক মো. মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, আহসান হাবিব প্রমুখ। 

চিকিৎসকদের একাডেমিক শাটডাউন ও কর্মবিরতি প্রত্যাহার : এদিকে ৫ দফা দাবিতে একাডেমিক শাটডাউন ও কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। শনিবার সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন নবী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। ১২ মার্চ পর্যন্ত চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম