Logo
Logo
×

জাতীয়

মার্চে সরকারি চাকরিজীবীদের শুধু ছুটি আর ছুটি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৫:০৬ পিএম

মার্চে সরকারি চাকরিজীবীদের শুধু ছুটি আর ছুটি

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এবার টানা ৬দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের। আর কেউ দুদিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে তিনি টানা ১১ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

এদিকে রমজানের সঙ্গে সঙ্গে ইংরেজি মাস মার্চও শুরু। সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে ঈদুল ফিতরের মোট পাঁচদিন ছুটির একটা অংশ মার্চ মাসেই পড়বে। এ ছাড়া মার্চে আরও কয়েক দিন সরকারি ছুটি রয়েছে।

সাধারণ এবং নির্বাহী আদেশে ছুটি- ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৮ মার্চ শবেকদর ও জুমাতুল বিদা। এ ছাড়া ঈদুল ফিতরে ২৯, ৩০, ৩১ মার্চ ও ( ১ ও ২ এপ্রিলসহ মোট পাঁচ দিন ছুটি)।

ঐচ্ছিক ছুটি: ১৪ মার্চ দোলযাত্রা (হিন্দু পর্ব), ২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব। ৫ মার্চ ভস্ম বুধবার (খ্রিস্টান পর্ব)।

এদিকে পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘ সময় বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শিক্ষাপঞ্জি অনুযায়ী, রোববার (২ মার্চ) এ ছুটি শুরু হচ্ছে। আগামী ৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এ ছুটি সরকারি ও বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম