Logo
Logo
×

জাতীয়

সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: গণতান্ত্রিক বাম ঐক্য

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম

সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: গণতান্ত্রিক বাম ঐক্য

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেছেন, রক্তাক্ত জুলাই পার করে আসা জাতিকে নিয়ে নতুন করে কোনো গভীর সংকটের দিকে ঠেলে দেওয়ার অধিকার আপনাদের দেওয়া হয় নাই। আপনারা নির্বাচন সংক্রান্ত সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সেগুনবাগিচা জোটের অস্থায়ী কার্যালয়ে জরুরী সভায় এসব কথা বলেন তারা। 

বক্তারা বলেন, দেশে নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে এটাই স্বাভাবিক। নতুন নেতৃত্ব সৃষ্টি না হলে অচলায়তন তৈরী হয়। গণঅভ্যুত্থানে সৃষ্ট জনআকাঙ্ক্ষার উত্তাল গতিকে ধারণ করে নয়া রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে নতুন নতুন রাজনৈতিক দল ও নেতৃত্ব জনগণের মাঝে থেকে বেরিয়ে আসবে। আমরা স্বাগত জানাব। কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় সব ধরনের সহযোগিতা লোভ-লাভের হালুয়া রুটির ভাগবাটোয়ারা জনগণের উপর চাপিয়ে দিয়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র তত্ত্ব জাতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাকর্মীরা। 

অতীতে এমন চেষ্টা বহু হয়েছে, এর পরিণতির কথা ইতিহাসে লেখা আছে উল্লেখ করে নেতারা বলেন, বহু ত্যাগের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।  এই সব দুরভিসন্ধিমূলক কাজ আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করবে। আপনাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা যাবে কি-না তাও আবার ভাবতে হবে। 

সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম। উপস্থিত ছিলেন, বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, সাধারণ সম্পাদক খান মো. নুরে আলম সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাস এসে গেছে, এদেশের ধর্মপ্রাণ নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানুষ স্বস্তি, শান্তি ও নিরাপত্তা চায়। রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ ও মূল্য নিয়ে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। এরই মধ্যে চাল, ভোজ্যতেল খেজুর নিয়ে নানা কারসাজি শুরু করেছে। এদের শক্ত হাতে দমন করতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম