Logo
Logo
×

জাতীয়

সরকারি কোষাগার থেকে বেক্সিমকোর শ্রমিক-কর্মকর্তাদের বেতন পরিশোধ হবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম

সরকারি কোষাগার থেকে বেক্সিমকোর শ্রমিক-কর্মকর্তাদের বেতন পরিশোধ হবে

বেক্সিমকোর ১৪ প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুবিধা বাবদ সরকারি কোষাগার থেকে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করবে সরকার। বুধবার বেক্সিমকোর এই ১৪ প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার নৌপরিবহণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বেক্সিমকোর এসব প্রতিষ্ঠানে ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক এবং এক হাজার ৫৬৫ জন কর্মকর্তা কাজ করতেন।

সাখাওয়াত হোসেন জানান, এই অর্থের মধ্যে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা দেবে অর্থ বিভাগ এবং বেক্সিমকো গ্রুপকে ঋণ হিসেবে ২০০ কোটি টাকা দেবে শ্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল।

আগামী ৯ মার্চ থেকে এসব শ্রমিক ও কর্মকর্তাদের এই অর্থ দেওয়া শুরু করবে সরকার।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম