Logo
Logo
×

জাতীয়

পালটে গেল বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম

পালটে গেল বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম

বঙ্গবন্ধু সেতুর নাম বদলে যমুনা সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম কর্ণফুলী টানেল করেছে সরকার।

বুধবার সেতু বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে। এতে বলা হয়, এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সেতু বিভাগের যুগ্ম সচিব মো. তবিবুর রহমান তবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যমুনা নদীর ওপর চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ সেতুটি ১৯৯৮ সালের জুন মাসে এবং চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল ২০২৩ সালের অক্টোবরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম