Logo
Logo
×

জাতীয়

ভার্চুয়ালি আলাপ-আলোচনার সময়ও ভদ্রতা রক্ষা করা সুন্নাহ: মির্জা গালিব

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ এএম

ভার্চুয়ালি আলাপ-আলোচনার সময়ও ভদ্রতা রক্ষা করা সুন্নাহ: মির্জা গালিব

ফাইল ছবি

ভবিষ্যতে সমাজ আর রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রভাব থাকবে বলে মনে করেন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। আর সে কারণেই ভার্চুয়ালি আলাপ-আলোচনার সময়ও ভদ্রতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে নিজের মতামত তুলে ধরেন। যা যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধারা হলো-

‘এখনকার সময়ে সোশ্যাল মিডিয়া যেইভাবে অলটারনেটিভ মিডিয়া হয়ে উঠতেছে, তার একটা বিশাল প্রভাব থাকবে সামনের দিনে সমাজ আর রাজনীতিতে। সোশ্যাল মিডিয়ার কারণে কানেক্টিভিটি বেড়েছে, পারস্পরিক আলাপ-আলোচনার মধ্য দিয়ে একটা কালেক্টিভ উইজডম তৈরির সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এই কালেক্টিভ উইজডম তৈরির জন্য আলাপ আলোচনাকে ডিসেন্ট আর রিজোনেবল রাখতে হবে। অনেক সময় আমরা কোনো কথা/লেখা পছন্দ না হলে একটু বাজে ভাষা ব্যবহার করি। এইটা ভালো অভ্যাস না। বরং অন্যের প্রতি রেসপেক্ট রেখে আলাপ-আলোচনা করলে সেইটা সমাজকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে।

ইনপারসন একজন মানুষের সঙ্গে আলাপ করার সময় যে টুকু ভদ্রতা বজায় রাখা সুন্নাহ, ভার্চুয়ালি আলাপ-আলোচনার সময়ও সে টুকু ভদ্রতা রক্ষা করা সুন্নাহ- এই ছোট্ট নিয়মটুকু যেন আমরা কেউ ভুলে না যাই।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম