Logo
Logo
×

জাতীয়

নতুন দলের শীর্ষ পদে নাহিদ, দ্বিতীয় সর্বোচ্চ পদে কে?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৪ পিএম

নতুন দলের শীর্ষ পদে নাহিদ, দ্বিতীয় সর্বোচ্চ পদে কে?

নাহিদ ইসলাম।

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। এদিন দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তার পদত্যাগের বিষয়টি জানানো হয়। তবে নাহিদের এই পদত্যাগ হঠাৎ নয়। প্রায় মাসখানেক ধরে তার পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। 

সূত্রে জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। সেই দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম প্রায় চূড়ান্ত। নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। এ কারণেই রাষ্ট্রীয় পদ ছেড়ে দিয়েছেন তিনি। 

সূত্র জানিয়েছে, ‘ছাত্র-জনতা পার্টি’, ‘জাতীয় বিপ্লবী শক্তি’, ‘বিপ্লবী জনতা সংগ্রাম পার্টি’ ও ‘বৈষম্যবিরোধী নাগরিক আন্দোলন’, নাহিদের যোগদান করতে যাওয়া নতুন দলের সম্ভাব্য নাম এই চারটি থেকে যেকোনো একটি হতে পারে।

ছাত্রনেতারা জানান, ১২০ থেকে ১৫০ সদস্যবিশিষ্ট নতুন দলের জন্য এরইমধ্যে ৭০ জনকে বাছাইসহ শীর্ষ নয়টি পদের জন্য নয়টি নাম চূড়ান্ত করা হয়েছে। নাহিদ ছাড়াও দলের শীর্ষ পদে যাদের নাম শোনা গেছে তারা হচ্ছেন আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ। 

দলটি ‘মুষ্টিবদ্ধ হাত’, ‘হাতি’, ‘রয়েল বেঙ্গল টাইগার’ ও ‘ইলিশ’-এই চারটির যেকোনো একটি প্রতীকে নিবন্ধন নিয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে।

এদিকে, পদত্যাগপত্র জমা দেওয়ার পর দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি।


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম