Logo
Logo
×

জাতীয়

অপারেশন ডেভিল হান্ট

আওয়ামী লীগ যুবলীগ নেতাসহ গ্রেফতার যারা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম

আওয়ামী লীগ যুবলীগ নেতাসহ গ্রেফতার যারা

অপারেশন ডেভিল হান্টে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে সোমবার অভিযান চালিয়ে জুলাই আন্দোলনে হামলা-হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান :

চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো-চকবাজার থানার আসামি ইমন, বাকলিয়া থানার আসামি জসিম উদ্দিন সিকদার, রিদুয়ানুল ইসলাম, নুর কবির, সদরঘাট থানার আসামি শুক্কুর মিয়া, পাঁচলাইশ থানার আসামি মাহি সায়েদ, চান্দগাঁও থানার আসামি সুমন দাশ, বায়েজিদ বোস্তামী থানার আসামি সাইমন, শাহীন, হালিশহর থানার আসামি ইমরান, পাহাড়তলী থানার আসামি মোহাম্মদ আজাদ বিশ্বাস, মোহাম্মদ নাসির, আকবরশাহ থানার আসামি মৃদুল চন্দ্র দে, রুপম দে, ডবলমুরিং থানার আসামি মীর মোহাম্মদ আহনাফ আরেফিন, ইপিজেড থানার আসামি জসিম উদ্দিন, কর্ণফুলি থানার আসামি ডা. মাওলানা ইউনুস অহিদ, কোতোয়ালি থানার আসামি ইমরান আলী মাসুদ ও মনছুর আলী।

রাণীনগর উপজেলা যুবলীগের সদস্য মোতাহার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সিংগারপাড়া গ্রামের আনোয়ার হোসেন সরদারের ছেলে।

কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট থেকে আবুল হোসেন বাহার নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ৬নং ওয়ার্ড বিএনপির সম্পাদক। গ্রেফতারের সময় তার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এছাড়াও অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুদকে মুছাপুর থেকে গ্রেফতার করা হয়।

সুবর্ণচরে চরবাটা ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা রয়েছে। ধামরাইয়ে ইউপি সদস্য বাবুল হত্যা মামলায় তিন আসামি গ্রেফতার হয়েছে। তারা হলো-মো. অনিক রহমান, মোহাম্মদ শয়ন ইসলাম ও মো. আয়নাল হোসেন।

নাজিরপুরে গ্রেফতাররা হলেন-সদর ইউপি সদস্য মো. নুরুল ইসলাম শেখ ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন ভূঁইয়া।

গাজীপুর নগরীর আট থানা এলাকা থেকে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জে বোরকা পরিহিত অবস্থায় দেশীয় অস্ত্রসহ জালাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জালাল উদ্দিন যশোর জেলার কোতোয়ালি থানার আন্দুলপোতা গ্রামের আ. রশিদের ছেলে। লোহাগড়ায় একটি পিস্তল ও ছয় রাউন্ড তাজা গুলিসহ মো. বাবুল শেখ ওরফে ধলা বাবুল ও তার ছোট ভাই মো. বিপুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তারা মঙ্গলহাটা গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। ভূঞাপুরে ইসমাইল হোসেন ওরফে ইকো মিয়া নামে যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ইকো মিয়া অর্জুনা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। ইসলামপুরে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম