Logo
Logo
×

জাতীয়

সাংবাদিক ইলিয়াসকে সোহেল তাজের চ্যালেঞ্জ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৪ পিএম

সাংবাদিক ইলিয়াসকে সোহেল তাজের চ্যালেঞ্জ

ফাইল ছবি

‘বিডিআর বিদ্রোহ’ বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অফিশিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে সোহেল তাজ জড়িত থাকার সম্ভাবনা আছে। সেনা সূত্রে এ তথ্য আমি জানতে পেরেছি। তাই তিনি যেন আপাতত দেশের বাইরে যেতে না পারেন।

তার এ ধরনের মন্তব্যের পর সোহেল তাজ সোমবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাস দেন। তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত।

তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

আমার চ্যালেঞ্জ-প্রমাণ করো-না পারলে নাকে খত দিতে হবে

একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

সঠিক সময়ে আমি যথাযথ প্রমাণ সহকারে এ মিথ্যাচারের জবাব দেব। তখন এ সকল মিথ্যাচারীদের নাকে খত দিতে হবে।

আমি বরাবরই বলে এসেছি যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আমি সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত।

আমার ফেসবুক পোস্ট (১৮/০৮/২০২৪): 

সত্য বের হয়ে আসবে- ইনশাআল্লাহ 

বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনীর মেরুদণ্ড ৫৭ জন সেনা অফিসারসহ ৭৩ জন শহিদ যারা পিলখানার সেই জঘন্য হত্যাযজ্ঞের শিকার হয়েছিল তাদের পরিবারের জন্য অন্তত কিছু সান্ত্বনা হবে যদি সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে তারা ‘Justice’ পায়। 

আমি যেকোনো পুনর্তদন্তে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিতে প্রস্তুত

আমার ফেইসবুক পোস্ট (১৫/০৮/২০২৪): 

সত্য বলার সময় এসেছে- সত্যিই হচ্ছে সবচে বড় শক্তিI

একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান (honor) আর মর্যাদা (dignity) এবং সত্যই হচ্ছে সবচে বড় হাতিয়ার আর ঢাল।

আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন তাদের উদ্দেশে বলব- এই কাজটা ঠিক না। 

আমিও বাংলাদেশের সকল বিবেকবান মানুষের মত হতভম্ব হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই।ভবিষ্যতে পুনর্তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই।

বিঃ দ্রঃ আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি কী আবার রাজনীতিতে আসছি কিনা তাদের উদ্দেশে বলব ‘don’t worry’ এ নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসব না- আপনারাই যথেষ্ট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম