Logo
Logo
×

জাতীয়

প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩২ এএম

প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি

অনতিবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত সুনিশ্চিত করাসহ পাঁচ দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। পরিষদটির সভাপতি ইলিয়াস রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমা খাতুনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, সমন্বয়ক গাউসুল আজম শিমু প্রমুখ।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করা; বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষাভাতা তিন হাজার টাকা নিশ্চিত করা, শিক্ষার্থীদের মিডডে মিলসহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বস্তবায়ন করা এবং ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করা।

এদিকে পৃথক কর্মসূচিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করছে। তাদের দাবি, স্বীকৃতি প্রতিষ্ঠান এমপিওভুক্তির একমাত্র মানদণ্ড ধরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করা। অন্যদিকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বেসরকারি প্রাথমিক শিক্ষক ফোরাম। তাছাড়া সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং শতভাগ উৎসবভাতা প্রদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়করণ প্রত্যাশী জোট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম