Logo
Logo
×

জাতীয়

আইনি সহযোগিতার নামে তরুণীকে ধর্ষণ, যুবক কারাগারে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২২ এএম

আইনি সহযোগিতার নামে তরুণীকে ধর্ষণ, যুবক কারাগারে

আইনি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে নিজের বাসায় তরুণীকে ডেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শাহরিয়ার কবির সজলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন।  

আদালত সূত্রে জানা যায়, গ্রেফতার সজলকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রিফাত আল আফসানী তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষ জামিনের আবেদন করে। তবে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জানান, জামিন শুনানি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।  

এর আগে, শনিবার রাতে রাজধানীর ভাটারা থানাধীন নিজ বাসা থেকে সজলকে গ্রেফতার করে পুলিশ।  

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালে ভুক্তভোগী তরুণীর বিবাহ বিচ্ছেদ হয়। বর্তমানে তিনি তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকেন। তার স্বামী ভরণপোষণ না দেওয়ায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।  

এ সময় শাহরিয়ার কবির সজলের সঙ্গে তার পরিচয় হয়। সজল নিজেকে রংপুর বিভাগের মানবাধিকার সংস্থার প্রধান বলে পরিচয় দেন এবং মামলার আইনি প্রক্রিয়ায় সাহায্য করার আশ্বাস দেন।  

২০ ফেব্রুয়ারি মামলা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ তাকে ঢাকার বাসায় যেতে বলেন সজল। নির্ধারিত দিনে তরুণী ভাটারা থানাধীন পশ্চিম নুরেরচালা মৈত্রী রোডে সজলের বাসায় গেলে তিনি তাকে ধর্ষণ করেন।  

ঘটনার পরদিন ভুক্তভোগী ভাটারা থানায় মামলা দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম