Logo
Logo
×

জাতীয়

হাসনাত আবদুল্লাহ

নতুন প্রজন্মের হাত ধরে দেশ এগিয়ে যাবে

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

নতুন প্রজন্মের হাত ধরে দেশ এগিয়ে যাবে

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের কেউ রুখতে পারবে না। আমরা আর থামব না। ১৬ বছরের সব ঝড়-ঝঞ্ঝা আর গ্লানি মুছে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা আমাদের স্বপ্ন পূরণ করবই।

বৃহস্পতিবার কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ৩ দিনব্যাপী ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘তোমাদের স্বপ্ন দেখতে হবে। দেখতে হবে আকাশ ছোঁয়ার স্বপ্ন। যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না। কিন্তু এসএসসি পাশ করার পর অনেক শিক্ষার্থী বিদেশে চলে যায়। আর মেয়েদের বিয়ে দেওয়া হয়। এটি খুবই দুঃখজনক। স্বপ্নটাকে বড় করে দেখতে হবে। ওই স্বপ্নে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা সহযোগিতা করব।

বক্তব্য দেন ফ্রিল্যান্স অনুসন্ধানী সাংবাদিক সাইদ আবদুল্লাহ, এসিএস ফাউন্ডার নুমেরী সাত্তার অপার। ফেস্টে উদ্বোধনী বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত খাঁন। উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার ওসি) সামছুদ্দীন মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। মেলায় বিকালে কণ্ঠশিল্পী আসিফ আকবর খালি গলায় মঞ্চ মাতিয়েছেন। রাতে আভাস ব্যান্ডের শিল্পীদের নিয়ে কনসার্ট অনুষ্ঠিত হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম