Logo
Logo
×

জাতীয়

ভবিষ্যতে আরেকটা দানব যেন চেপে বসতে না পারে: প্রেস সচিব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪ পিএম

ভবিষ্যতে আরেকটা দানব যেন চেপে বসতে না পারে: প্রেস সচিব

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানসহ বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের ভয়াবহ সব মানবাধিকার লঙ্ঘন ও হত্যাকাণ্ড লিপিবদ্ধ করে দলিল হিসাবে সংরক্ষণ করতে হবে। যেন ভবিষ্যতে জাতির ওপর কোনো দানব চেপে বসতে না পারে। 

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই-আগস্ট আন্দোলনের বীরত্ব গাথা স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত শিক্ষক মো. শাহ আলম সংকলিত হৃদয়ে জুলাই ’৩৬ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, উন্নয়নের নামে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে বলে কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তেমনি জাতিসংঘ জুলাইয়ের ১ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত কি হয়েছে, তাদের রিপোর্টে উল্লেখ করেছে। সবার এটা পড়া উচিত। সবাই মিলে এটা অনুবাদ করা দরকার। আমাদের জানতে হবে, কি হয়েছিল। ভয়াবহ ডকুমেন্ট! ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপগুলোর রিপোর্টগুলো আপনারা পড়বেন। ভাষা আন্দোলনের আত্মত্যাগীদের যেমনি আমরা ভুলিনি, তেমনি জুলাই আগস্টে যারা মারা গেলেন, ২০০৯ থেকে ২০২৪ এর ৫ আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো ঘটল, কোনোটাই যেন আমরা না ভুলি। 

আমাদের ভুলে যাওয়া মানে হচ্ছে স্বৈরাচারকে লাই দেওয়া। আমাদের রিপোর্ট তৈরি করতে হবে। হাজার হাজার বই লিখতে হবে। এতে আমাদের একটাই লাভ যে, স্বৈরাচার যাতে না আসতে পারে। জাতির ওপর ভবিষ্যতে যেন আরেকটা মনস্টার (দানব) চেপে না বসতে পারে।

শফিকুল আলম বলেন, আমাদের ছেলেমেয়েরা যারা দাঁড়িয়ে থেকে স্বৈরাচারের পতনটা ঘটালো, এত রক্তের বিনিময়ে। তাদের তো স্যালুট করা উচিত। এমন একটি আন্দোলন পুরা সাউথ এশিয়ায় আপনি খুঁজে পাবেন না। ভারতে একাধিকবার দাঙ্গা হলেও এ ধরনের আন্দোলন হয়নি। তিনি বলেন, আমরা সবাইকে আহ্বান জানাই বাংলাদেশের শেখ হাসিনার আমলে পুরা ঘটনাবলি, খালেদা জিয়ার সঙ্গে যে ধরনের অন্যায়-অবিচার করেছে, সেটা নিয়ে একটা বড় বই হয়। 

প্রেস সচিব বলেন, পৃথিবীতে কোন দেশে আছে চিফ জাস্টিসকে মেরে বিদেশে পাঠানো হয়েছে? তখন আমাদের পত্রিকাগুলো নীরব ছিল। দেশের চিফ জাস্টিসকে যদি আপনি মেরে পিটিয়ে তাড়িয়ে দেন, তাহলে তো সে দেশের জুডিশিয়ারি বলে কিছু থাকে না। তখন একটা লোয়ার কোর্টের বিচারকও  জানে, তাকে কোন ধরনের জাজ (রায় দিতে) হবে। এজন্য গত ১৫ বছরের শাসনে যা হয়েছে সবগুলোকে ডকুমেন্ট করতে হবে।

হৃদয়ে জুলাই ৩৬-বইয়ের লেখক ও বিশিষ্ট কলামিস্ট, বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও গত প্রায় ১৬ বছরের নির্যাতিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুজ জাহের, সাংবাদিক মো. আলমগীর হোসেন, প্রকাশক লায়ন মিজানুর রহমান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম