Logo
Logo
×

জাতীয়

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৪৯২

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৭ পিএম

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৪৯২

অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৪৯২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টে আরও এক হাজার ২৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে এক হাজার ৭৫২ জন। 

বৃহস্পতিবার বিকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের আওতায় ৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে এক হাজার ২৬০ জনকে। 

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে দুটি দেশীয় পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি এবং একটি রামদা উদ্ধার হয়েছে। 

প্রঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্য নিরাপত্তা সংস্থাগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ যৌথ অভিযান শুরু হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম