Logo
Logo
×

জাতীয়

সচিবালয়ে ঢুকতে গিয়ে দীপু মনির ‘ঘনিষ্ঠ সহচর’ আটক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৪ এএম

সচিবালয়ে ঢুকতে গিয়ে দীপু মনির ‘ঘনিষ্ঠ সহচর’ আটক

মেয়াদোত্তীর্ণ ও বাতিল হওয়া পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। আটক ছগীর আহমেদ চাঁদপুরের মতলব উত্তর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মতলব উত্তর থানার নিশ্চিতপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে। বুধবার সচিবালয়ের দায়িত্বে থাকা উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ বিল্লাল হোসেন এ তথ্য জানান।

ডিসি বিল্লাল বলেন, ছগীরের প্রবেশ পাস ছিল মেয়াদোত্তীর্ণ। তার গাড়ির স্টিকারও ছিল মেয়াদোত্তীর্ণ। এরপরও তিনি সচিবালয়ে প্রবেশ করতে চাইলে গাড়িসহ তাকে আটক করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখার উপসচিবের সঙ্গে কথা বলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম