Logo
Logo
×

জাতীয়

ডিএসসিসির সভার সিদ্ধান্ত

ফ্যাসিবাদের সময়ের ১০টি নামকরণ পরিবর্তন

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম

ফ্যাসিবাদের সময়ের ১০টি নামকরণ পরিবর্তন

ফাইল ছবি

পতিত ফ্যাসিবাদের সময়ে শেখ মুজিবুর রহমানের স্বজনদের নামে থাকা পাঁচটি সড়ক, পার্ক ও সেতুসহ ১০টি স্থাপনার নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে সংস্থার সাবেক দুই মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নামে থাকা দুটি স্থাপনারও নাম পরিবর্তন করা হয়েছে। ডিএসসিসির চতুর্থ করপোরেশন সভায় বুধবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ডিএসসিসির সংশ্লিষ্টরা জানায়, সভায় মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণির নাম পরিবর্তন করে ইনার রিং সড়ক, মুক্তিযোদ্ধা শেখ জামাল সরণির নাম পরিবর্তন করে ঝাউচর প্রধান সড়ক, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণির নাম পরিবর্তন করে কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক, শহিদ শেখ রাসেল শিশুপার্ক কলাবাগানের নাম পরিবর্তন করে কলাবাগান শিশুপার্ক, যাত্রাবাড়ীর শহিদ শেখ রাসেল শিশুপার্কের নাম পরিবর্তন করে যাত্রাবাড়ী শিশুপার্ক, মেয়র তাপস সেতুর নাম পরিবর্তন করে কামরাঙ্গীরচর ব্রিজ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্কের নাম পরিবর্তন করে শহিদ জিয়া শিশুপার্ক, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে গেণ্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্কের নাম পরিবর্তন করে সরাফতগঞ্জ পার্ক, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামকরণের সিদ্ধান্ত হয়েছে। 

সভায় সভাপতির বক্তব্যে প্রশাসক শাহজাহান মিয়া বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে জনপ্রত্যাশা তৈরি হয়েছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে হবে।

এ প্রসঙ্গে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান যুগান্তরকে বলেন, পতিত ফ্যাসিবাদের সময়ে যেসব প্রতিষ্ঠান বা সড়কের নামকরণ করা হয়েছে সেসব বাতিল করতে স্থানীয় সরকার বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারই আলোকে ডিএসসিসির করপোরেশন সভায় ১০টি সড়ক, পার্ক, সেতুসহ স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এর বেশিরভাগের ক্ষেত্রে আগের নামে ফিরিয়ে নেওয়া হয়েছে। নতুনগুলোর নাম ব্যক্তির পরিবর্তে এলাকার নামে নামকরণ করা হয়েছে। 

সভায় উপস্থিত ছিলেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান ও সচিব বশিরুল হক ভূঁঞাসহ সংস্থার বিভাগীয় প্রধানরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম