Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৪ পিএম

শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত গাড়ি চালক রাজ্জাক মাতব্বরের ছেলে ও আদাবর থানা এলাকার ছাত্রলীগ নেতা রুবেল আহমেদকে (৩২) গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানার মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এডিসি জুয়েল রানা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ড্রাইভার রাজ্জাক মাতব্বরের ছেলে মো. রুবেল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিদেশে পলাতক নেতাদের নির্দেশে মোহাম্মদপুর এলাকায় আন্দোলন ও ধ্বংসাত্মক কাজ চালানোর চেষ্টার অভিযোগ রয়েছে। তার অপকর্মের বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে আত্মগোপন করে। আত্মগোপন অবস্থায় মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে রুবেল কে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, রুবেলের বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। সেগুলো যাচাই করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম