Logo
Logo
×

জাতীয়

মানুষ নামাজমুখী হলে অপরাধ প্রবণতা হ্রাস পাবে: ধর্ম উপদেষ্টা

Icon

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৩ পিএম

মানুষ নামাজমুখী হলে অপরাধ প্রবণতা হ্রাস পাবে: ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, মডেল মসজিদ উদ্বোধনে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধের আবহ তৈরি হবে। মানুষ নামাজমুখী হবে। মানুষ নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পাবে। এতে ধর্মপালনে আমাদের যে ঐতিহ্য সেটি রক্ষা পাবে।

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন ও ফলক উন্মোচনের পর মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সোমবার সকাল ১০টায় এ মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের (২য় সংশোধিত) প্রকল্প পরিচালক মোহাম্মদ ফেরদৌস- উজ-জামান, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী,  পেকুয়ার সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম, বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান বদিউল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সরকারি কর্মকর্তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম