Logo
Logo
×

জাতীয়

চিকিৎসক ও আইনজীবীদের ফির হিসাব নেবে সরকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম

চিকিৎসক ও আইনজীবীদের ফির হিসাব নেবে সরকার

ফাইল ছবি

চিকিৎসক ও আইনজীবীদের অর্থের (ফি বা ভিজিট) হিসাব নেবে সরকার। সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন শেষে এমন ইঙ্গিত দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 

সালেহউদ্দিন বলেন, চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে যে টাকা আদায় করেন, তার কোনো রসিদ দেওয়া হয় না। তাদের আদায়ের অর্থ কীভাবে সংরক্ষণ করা যায়, তা নিয়ে জেলা প্রশাসক সম্মেলনে আলোচনা হয়েছে।

চিকিৎসকদের কাছ থেকে পাকা রসিদ আদায়ের কথা বলেছেন উপদেষ্টা। এ জন্য তাদের লেনদেন ডিজিটাল করা যায় কি না সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে আদায় করা অর্থের যেমন রিসিট দেন না, আইনজীবীরাও মক্কেলদের এমন কিছু দেন না। এ প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, আইনজীবীদের বিষয়টিও আলোচনায় এসেছে।’

চিকিৎসক ও আইনজীবী যারা নগদ অর্থের বিনিময় সেবা দিয়ে থাকেন, তাদের কাছ থেকে কিভাবে কর আদায় করা যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম