Logo
Logo
×

জাতীয়

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭, অস্ত্র উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৬ এএম

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭, অস্ত্র উদ্ধার

রাজধানীতে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো পৃথক ৪টি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি আব্বাস মিয়াসহ চক্রের তিন সক্রিয় সদস্যকে তিন কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেফতার অন্যরা হলো-তারা বানু ও সেলিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের কথা স্বীকার করে।

বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত আদাবর থেকে ১০ জনকে গ্রেফতার করে আদাবর থানা পুলিশ। তারা মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি। গ্রেফতাররা হলো ইয়াসিন, শাকিল হোসেন, সালমান হোসেন, মুন্না, রিপন, সোহেল, রাজু, জনি, হাসান ও ইয়াসিন হোসেন।

বৃহস্পতিবার রাতে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত ও ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতাররা হলো তৌহিদুল ইসলাম ওরফে নিরব ও আলভি হোসেন ওরফে নাহিদুল ইসলাম। 

বৃহস্পতিবার রাতে পল্লবীর বেগুনটিলা কামাল মজুমদার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। তারা হলো হাসান মাহমুদ ও সবুজ হাওলাদার। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, রামদা, তিনটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়। গ্রেফতাররা ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজে অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম