Logo
Logo
×

জাতীয়

এবারই প্রথম শবেবরাতে বিশ্ব ইজতেমা, মুসল্লিদের বাড়তি আবেগ

Icon

লুৎফুজ্জামান লিটন, টঙ্গী পূর্ব (গাজীপুর)

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৪ পিএম

এবারই প্রথম শবেবরাতে বিশ্ব ইজতেমা, মুসল্লিদের বাড়তি আবেগ

কহর দরিয়াখ্যাত টঙ্গী তুরাগ নদের তীরে নিজামুদ্দিন মারকাযের মুরুব্বিদের তাৎপর্যপূর্ণ বয়ান, তাজবিহ-তাহলিল ও নফল  ইবাদতের মধ্যদিয়ে চলছে বিশ্ব ইজতেমার কার্যক্রম। এবারই প্রথম শবেবরাতে ইজতেমা অনুষ্ঠিত হওয়ায় বাড়তি আবেগ বিরাজ করছে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে।

রাতভর ময়দানে ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে দিতে ইতোমধ্যে তারা প্রস্তুতি নিয়েছেন। এক আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বিরাজ করছে  ইজতেমার ময়দানজুড়ে।

বেশি ছাওয়াব হাসিলের আশায় ঢাকা থেকে ইজতেমা ময়দানে এসেছেন মইনুল ইসলাম, সাজ্জাদ হোসেন,  দেলোয়ার হোসেন, মুজিবুর রহমানসহ একদল মুসল্লি। তারা জানালেন, ইজতেমার ইতিহাসে এবারই প্রথম পবিত্র শবেবরাতে ইজতেমা পালন করতে পেরে আমরা খুবই খুশি। পূণ্যময় রজনীতে লাখ লাখ মুসল্লির সঙ্গে ইবাদত-বন্দেগি করতে পারব। এতে মহান আল্লাহপাক রাজি-খুশি হবেন। ইনশাআল্লাহ।

গাজীপুরের শিমুলতলি এলাকা থেকে দুই ছেলে আব্দুল আলিম ও আবু মুসাকে নিয়ে শবেবরাতের নামাজ আদায় করতে ইজতেমা ময়দানে এসেছেন মোহাম্মদ আলাল উদ্দিন। তিনি জানালেন, ইতিহাসে এবারই প্রথম শবেবরাতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি আজ রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসাথে পবিত্র শবেবরাত পালন করবেন। পবিত্র ও মর্যাদাপূর্ণ এ রজনীতে ইজতেমা হওয়ায় মুসল্লিদের মাঝে বাড়তি এক আবেগ কাজ করছে। ঢাকা ও গাজীপুরের আশপাশের লাখো মুসল্লি মাগরিবের নামাজ থেকে ইজতেমার ময়দানে অবস্থান করছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন মুসল্লি জানান, মুসলমানরা হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। পবিত্র শবেবরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবেবরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। বিশ্ব ইজতেমা ও শবেবরাত একসঙ্গে হওয়ায় এবার মুসল্লিদের মাঝে বাড়তি ধর্মীয় আবেগ ও অনুভূতি কাজ করছে বলে জানিয়েছেন অনেকেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম