Logo
Logo
×

জাতীয়

চিন্ময় ব্রহ্মচারীর মুক্তি দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২ পিএম

চিন্ময় ব্রহ্মচারীর মুক্তি দাবি

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের মুক্তি ও ৮ দফা দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এসব দাবি তুলে ধরেন তারা।

নেতারা বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার করে অচিরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ অন্যান্য প্রতিনিধিদের মুক্তি দিতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

লিখিত বক্তব্য পেশ করে ৮ দফা দাবি তুলে ধরেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের  প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ৮ দাবি:

১. সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য ‘নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল’ গঠনপূর্বক দোষীদের দ্রুততম শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

২. অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

৩. সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন।

৪. সংখ্যালঘু হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কে হিন্দু ফাউন্ডেশনে উন্নত করতে হবে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ও ফাউন্ডেশনে উন্নিত করতে হবে।

৫. ‘দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন’ প্রণয়ন এবং ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ’ আইন যথাযথ ব্যবস্থা নিতে হবে।

৬. সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলের প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে।

৭. সংস্কৃত পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে।

৮. শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান প্রধান ধর্মীয় উৎসবের প্রয়োজনীয় ছুটি দিতে হবে।

এ সময় নতুন কর্মসূচি ঘোষণা করে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি প্রদীপ কান্তি দে বলেন, ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশসহ সমগ্র বিশ্বে প্রতিটি মন্দির সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বালনের ঘোষণা করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় প্রদীপ প্রজ্বালন হবে বাংলাদেশ জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে। ২১ ফেব্রুয়ারি ৮ দফা দাবি বাস্তবায়ন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ অন্যদের মুক্তি, সম্প্রতি সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতন-নিপিড়ন বন্ধ ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট কর্তৃক আয়োজিত সব অনুষ্ঠান আইনের সহায়তা চেয়ে বাংলাদেশসহ সমগ্র বিশ্বে গণস্বাক্ষর কর্মসূচি।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি রাজেশ নাহা, তন্ময় মৌল্লিক, সৌরভ গাঙ্গলী সকাল, সাজেন কৃষ্ণ বল, সৌরভ সরকার। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম