Logo
Logo
×

জাতীয়

বিডিআর বিদ্রোহে নিহতদের পরিবারকে হুমকির অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৬ এএম

বিডিআর বিদ্রোহে নিহতদের পরিবারকে হুমকির অভিযোগ

ছবি: সংগৃহীত

বিডিআর বিদ্রোহের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করায় আওয়ামী লীগের পক্ষ থেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শহিদ সেনা পরিবারের সদস্যরা। এ ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া বিদ্রোহের ঘটনায় যেসব বিডিয়ার সদস্য দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাদের জামিন বা মুক্তি না দেওয়ার দাবি জানান তারা।

বুধবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডে শহিদ পরিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডে শহিদ সেনা পরিবারের সদস্যদের নিয়ে ‘শহিদ সেনা অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠনের নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, পিলখানার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করায় আওয়ামী লীগের পক্ষ থেকে নানাভাবে শহিদ পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। পিলখানা হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তদের মুক্তি না দেওয়ার দাবি জানানোর পর থেকেও হুমকি পেয়েছেন।

সংগঠনের আহ্বায়ক পিলখানায় নিহত শহিদ কর্নেল মজিবুর হকের স্ত্রী নারিন ফেরদৌস বলেন, আমাদের সদস্যরা কিছু মহল থেকে হুমকির সম্মুখীন হয়েছেন, যেটা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। আমি একটি বিষয় জোর দিয়ে বলতে চাই, শহিদ অফিসারদের স্ত্রী অথবা সন্তানদের ওপর যে কোনো ধরনের আঘাত কিংবা তাদের সম্পর্কে যে কোনো ধরনের অবাঞ্চিত, ভুল বা বিদ্রুপ মন্তব্য বা বক্তব্য দিলে আমরা তীব্র প্রতিবাদ জানাব এবং আইনের সহযোগিতা নিতে বাধ্য হব।

নারিন ফেরদৌস আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডে শহিদ পরিবারবর্গের জন্য ফেব্রুয়ারি মাসটি অনেক কষ্টের। আমরা দিন গুনতে থাকি যে মাসটি কখন শেষ হবে। তিনি বলেন, শহিদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা মনে করি রাষ্ট্রের যে কোনো মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। সরকারকে নিশ্চিত করতে হবে সবাই যেন ন্যায় বিচার পান। জেলের ভেতর যেসব বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, এই রহস্যও উন্মোচন করা প্রয়োজন। ঘটনার পেছনের ষড়যন্ত্রকারীরা আছে বলেই গত নভেম্বর মাসে শেখ হাসিনাসহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন শহিদ পরিবারবর্গ। ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহিদ সেনা দিবস ঘোষণার দাবি জানান তিনি। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শহিদ লে. কর্নেল ইনশাদ ইবনে মতিনের স্ত্রী ডা. রোয়েনা মতিন, শহিদ মেজর মোসাদ্দেকের স্ত্রী কোহিনূর হোসাইন, শহিদ কর্নেল কুদরত এলাহী রহমান শফিকের সন্তান অ্যাডভোকেট শাকিব রহমান, শহিদ মেজর নুরুল ইসলামের সন্তান আশরাফুল আলম হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম