Logo
Logo
×

জাতীয়

কাশেম হত্যার প্রতিবাদে কফিন মিছিল, আ.লীগ নিষিদ্ধের দাবি হাসনাতের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম

কাশেম হত্যার প্রতিবাদে কফিন মিছিল, আ.লীগ নিষিদ্ধের দাবি হাসনাতের

ফাইল ছবি

গাজীপুরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের অনুসারীদের হামলায় আহত কিশোর কাশেম খান (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছেন ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ। একইসঙ্গে কাশেম হত্যার প্রতিবাদে কফিন মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার বিকালে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে কাশেমকে ‘প্রতিবিপ্লবের প্রথম শহিদ’ উল্লেখ করে তিনি লেখেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহিদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহিদ আমার এই ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’

এরপর আরেক পোস্টে তিনি লেখেন, ‘আয়নাঘর, হাসিনার হত্যা, প্রতিবিপ্লবে আমার ভাই কাশেম শহিদ হয়েছে। যথেষ্ট হয়েছে। এখন আর পেছনে ফেরার পথ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।’

তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে আর লেখেন ‘#ব্যানআওয়ামীলীগ’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম