Logo
Logo
×

জাতীয়

নতুন মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল-দিলীপসহ ৫ জন গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭ এএম

নতুন মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল-দিলীপসহ ৫ জন গ্রেফতার

সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ ৫ জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

অন্যরা হলেন-ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মোহাম্মদ আবুল হাসান ও মাইন উদ্দিন মিয়া।

বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন। ঢাকা আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেন।

এদিন তাদের আদালতে হাজির করে বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

এরমধ্যে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে পল্লবী থানার মামলায়, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে বাড্ডা থানার মামলায়, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গুলশান থানার মামলায়, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মোহাম্মদ আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার মামলায় ও মাইন উদ্দিন মিয়াকে পল্লবী থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরমধ্যে মাইন উদ্দিনের পরিচয় জানা যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম