Logo
Logo
×

জাতীয়

মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ

সংস্কারের আগে নির্বাচন আয়োজন সুস্পষ্ট প্রতারণা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ পিএম

সংস্কারের আগে নির্বাচন আয়োজন সুস্পষ্ট প্রতারণা

আব্দুল হান্নান মাসউদ। ফাইল ছবি

সংস্কারের আগে নির্বাচন দেওয়া সুস্পষ্ট প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

মঙ্গলবার নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে আব্দুল হান্নান মাসউদ লেখেন, গণহত্যাকারীদের বিচার, ভোট চোরদের ভোটে অযোগ্য ঘোষণা ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং মৌলিক সংস্কার নিশ্চিত করার আগে অন্তর্বর্তীকালীন সরকার সংসদ নির্বাচন আয়োজনের পথে হাঁটলে তা হবে ২৪-এর বীর শহিদ ও আহতদের রক্তের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।

তিনি লেখেন, এর বিরুদ্ধে যদি একজন মানুষ হিসেবেও কেউ প্রতিবাদ করে, সে ব্যক্তিটি হবো আমি। হয়তো লড়াইটা দীর্ঘ হবে, কিন্তু এ লড়াই থেকে পিছু হটার কোনো সুযোগ নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম