Logo
Logo
×

জাতীয়

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচক

দুর্নীতিতে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম

দুর্নীতিতে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিশ্বজুড়ে ১৮০ দেশের মধ্যে করা দুর্নীতি সূচকে আবারও এগিয়েছে বাংলাদেশ। অর্থাৎ দেশে দুর্নীতির হার আগের তুলনায় বেড়েছে। গত বছর দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৯। এবার তা হয়েছে ১৫১। 

জার্মানির বার্লিনভিত্তিক মানবাধিকার সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে এ তথ্য উঠে এসেছে। এ সূচকের মাধ্যমে মূলত বিশ্বের সবচেয়ে বেশি ও কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকা করা হয়।

এতে দেখা যায়, বিশ্বে সবেচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হলো দক্ষিণ সুদান। 

এই সূচক অনুযায়ী, ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৩। গত চার বছর ধরে ধারাবাহিকভাবে এ স্কোর কমছে। ২০২১ সালে বাংলাদেশের স্কোর ছিল ২৬, ২০২২ সালে ২৫, ২০২৩ সালে ছিল ২৪। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে দুর্নীতির ধারণার মাত্রাকে ০ থেকে ১০০-এর স্কেলে নির্ধারণ করা হয়। ‘০’ স্কোরকে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়। এর মানে হলো যাদের স্কোর বেশি তাদের দুর্নীতি কম আর যাদের স্কোর কম তাদের দুর্নীতি বেশি।

২০২৪ সালের এই ধারণা সূচকে দেখা গেছে, ৯০ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে ডেনমার্ক। অর্থাৎ বিশ্বে সবচেয়ে কম দুর্নীতির দেশ হলো এটি। তারপর সবচেয়ে কম দুর্নীতি থাকা দেশগুলোর মধ্যে ৮৮ স্কোর নিয়ে ফিনল্যান্ড দ্বিতীয়, ৮৪ স্কোর নিয়ে সিঙ্গাপুর তৃতীয়, ৮৩ স্কোর নিয়ে নিউজিল্যান্ড চতুর্থ এবং ৮১ স্কোর নিয়ে যৌথভাবে লুক্সেমবার্গ, নরওয়ে ও সুইজারল্যান্ড যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে।

অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে সুইডেন ও নেদারল্যান্ডস। তাছাড়া অস্ট্রেলিয়া, আইসল্যান্ড ও আয়ারল্যান্ড ৭৭ স্কোর নিয়ে যৌথভাবে দশম স্থানে রয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে আরও দেখা গেছে, ২০২৪ সালে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি ছিল দক্ষিণ সুদানে। ১০০-এর মধ্যে দেশটির স্কোর মাত্র ৮। এরপর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে সোমালিয়ায়। ৯ স্কোর নিয়ে তাদের অবস্থান ১৭৯তম। ১০ স্কোর নিয়ে ভেনেজুয়েলার অবস্থান ১৭৮তম, ১২ স্কোর নিয়ে সিরিয়ার অবস্থান ১৭৭তম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম