Logo
Logo
×

জাতীয়

মানবতাবিরোধী অপরাধ

আতিকসহ ৬ আ.লীগ নেতার নামে প্রডাকশন ওয়ারেন্ট জারি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫ পিএম

আতিকসহ ৬ আ.লীগ নেতার নামে প্রডাকশন ওয়ারেন্ট জারি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ছয় আওয়ামী লীগ নেতার নামে প্রডাকশন ওয়ারেন্ট জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ আদেশ দেন আদালত।

এদিন ট্রাইবুনালে তিনটি আবেদনের উপর শুনানি হয়। প্রথম আবেদনটি ছিল উত্তরা এলাকার কনস্টেবল হোসেন আলীকে রিমান্ডে নেওয়ার বিষয়ে। প্রসিকিউশন পক্ষের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ১৬ ফেব্রুয়ারি তাকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। 

দ্বিতীয় আবেদনটি ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের ছয় নেতার বিরুদ্ধে। এই ছয় নেতা অন্যান্য মামলায় গ্রেফতার হয়ে ইতোমধ্যে কারাগারে আছেন। 

ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ প্রোডাকশন ওয়ারেন্ট মূলে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আজ প্রোডাকশন আবেদনের উপরে শুনানি হয়। ট্রাইবুনাল আবেদন মঞ্জুর করে আগামী ১৭ ফেব্রুয়ারি তাদের ট্রাইবুনালে হাজির করা নির্দেশ দিয়েছেন। 

আওয়ামী লীগের এই ছয় নেতা হলেন- সাবেক মেয়র আতিকুল ইসলাম,  উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া,  উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন,  মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল। 

এদিন তৃতীয় আবেদনটি ছিল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন। ট্রাইব্যুনাল সেটাও মঞ্জুর করেছেন। 

ট্রাইবুনালে আজ উপস্থিত ছিলেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা চৌধুরী ও সদস্য মহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশন পক্ষে আজ শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ফারুক হোসেন ও তারেক আব্দুল্লাহ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম