যারা শয়তান, তারাই ‘ডেভিল হান্টে’ ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৫ পিএম
![যারা শয়তান, তারাই ‘ডেভিল হান্টে’ ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/10/HM-67a9d8de37c68.jpg)
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব বোয়াল চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি।
এ অভিযানে যেন নির্দোষ কেউ শাস্তি না পায়, সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সোমবার রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন উপদেষ্টা।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে। অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেনো শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে। কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নাই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিল তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে খুশি। তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয়।
মতবিনিময় সভায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।