Logo
Logo
×

জাতীয়

সাবেক কৃষিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, স্বাস্থ্যমন্ত্রীর আয়কর নথি জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৫ পিএম

সাবেক কৃষিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, স্বাস্থ্যমন্ত্রীর আয়কর নথি জব্দ

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, স্ত্রী শিরিন আখতার বানু এবং ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক আব্দুল মালেক এ আবেদন করেন। আবেদনে বলা হয়, আব্দুর রাজ্জাক এবং তার স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। 

আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। গত বছর ১৪ অক্টোবর রাজধানীর ইস্কাটন থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ডিবি পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এদিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এবং ছেলে রাহাত মালেক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টিসহ ছয়জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের পৃথক ছয় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আয়কর নথি জব্দ হওয়া অন্যরা হলেন কোয়ালিটি মিল্কের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম এবং সাবেক কানুনগো আবুল হোসেন। 

জাহিদ মালেক ও তার ছেলের আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়েছে। তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পূর্ণাঙ্গ আয়কর নথি জব্দ করা প্রয়োজন। 

নাঈমুল ও তার স্ত্রীর আবেদনে বলা হয়, তিন মেয়েসহ নাঈমুল ইসলাম খান, স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে ভিন্ন কোনো উৎস অর্থাৎ ঘুস বা অবৈধ উপায়ে অর্থ অর্জনের তথ্য রয়েছে। অর্থের উৎস আড়াল করার জন্য তাদের নামে ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা, ৩৭৯ কোটি টাকা উত্তোলন এবং বর্তমানে ৮ কোটি ৭৬ লাখ টাকা স্থিতি রয়েছে। 

তারা অবৈধ ব্যাংকিং চ্যানেলে মানি লন্ডারিং করেছেন। তার ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন অভিযোগের অনুসন্ধান চলছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম