Logo
Logo
×

জাতীয়

সাবেক খাদ্যমন্ত্রীর ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৬ পিএম

সাবেক খাদ্যমন্ত্রীর ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ফাইল ছবি

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তার ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে এ আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আবেদনে বলা হয়, আসামি সাধন চন্দ্র মজুমদারের নামে ৫৬টি ব্যাংক হিসাব অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে মামলার ক্ষতির সম্ভাবনা রয়েছে। আসামির কতিপয় অস্থাবর সম্পদ আদালত ইতোমধ্যে অবরদ্ধ করা হয়েছে। এ মামলায় গত ২৯ জানুয়ারি তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গত ৩ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এরপর তাকে রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম