Logo
Logo
×

জাতীয়

আইনজীবীদের বিক্ষোভ, সাইবার ট্রাইব্যুনালে বিচারকাজ বন্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৯ পিএম

আইনজীবীদের বিক্ষোভ, সাইবার ট্রাইব্যুনালে বিচারকাজ বন্ধ

ছবি: সংগৃহীত।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের সামনে বিচারকের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সাধারণ আইনজীবীরা। তাদের আন্দোলনের মুখে বন্ধ রয়েছে বিচার কাজ। রোববার এ ঘটনা ঘটে।

জানা গেছে, আন্দোলনের কারণে বিচারক নূরে আলম বিচার পরিচালনার জন্য এজলাসে ওঠেননি। সকাল সাড়ে ১০টা থেকে ট্রাইব্যুনালের এজলাসে এবং বাইরে সাধারণ আইনজীবীরা বিক্ষোভ করেন। এতে করে থমকে যায় ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম।

আইনজীবীরা বিচারকের অপসারণ দাবি করছেন। তবে বিচারক খাস কামরায় অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে কর্মকর্তা-কর্মচারীরা জানান।

আইনজীবীরা জানান, গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালে বিচারাধীন এক মামলার আসামিকে জামিন না দেওয়ায় এ ঘটনার সূত্রপাত।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. মিরাজ উদ্দিন শিকদার জানান, আইনজীবীরা বিচারকের অপসারণ দাবিতে সকাল থেকে বিক্ষোভ করায় বিব্রতকর পরিস্থিতি এড়াতে বিচারক এজলাসে ওঠেননি।

বিক্ষোভে অংশ নেওয়া এক আইনজীবী বলেন, ‘বিচারকের আচরণে সাধারণ আইনজীবীরা ক্ষিপ্ত। এজন্য সাধারণ আইনজীবীরা তার অপসারণ চেয়ে আন্দোলন করছেন। ’

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম