
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৩:৫২ পিএম
বইমেলায় ‘ফকিন্নী জমিলা সমীপে প্রেমোত্থাপনের বয়ান’

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৯ পিএম
-67a875954cd8d.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কবি আবদুল হাই শিকদারের নতুন কাব্যগ্রন্থ ‘ফকিন্নী জমিলা সমীপে প্রেমোত্থাপনের বয়ান’। কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে নাগরী প্রকাশন থেকে।
প্রেম-বিরহ এবং জীবনদর্শনের ৪৭টি কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি। বিভিন্ন ছন্দে লেখা এই বইয়ের কবিতাগুলো পাঠক-রুচিতে দারুণ স্বাদ যোগ করতে যাচ্ছে।
মওলানা ভাসানীর দীর্ঘ ছায়ায় শৈশবে বেড়ে ওঠা এ কবির প্রায় সব লেখাই জীবনবোধে পূর্ণ। ‘মানুষ হওয়া’ কবিতায় যেমন বলেছেন— ‘অমানুষদের মানুষ করার যন্ত্র কোথায় পাই? সে সন্ধানে ব্যাকুল যারা সে মানুষকে চাই/ ভূত তাড়িয়ে দেশটা করো আলোয় আলোকময়/ সে গৌরবে কাটবে দ্রুত অমঙ্গল, সংশয়/—মানুষ হওয়ার গর্ব তখন বাড়বে নিশ্চয়।’
আবার ‘নশ্বরতা ও পুনর্জন্ম' কবিতায় তাকে ভিন্ন সুরে বলতে শুনি— ‘ভোরগুলোকে সুযোগ পেলেই এখন/ গালাগাল করি/ আমার সব কটি ভোরই আসার সময়/ একটি করে সন্ধ্যা নিয়ে এসেছিল/ দিনের অসুখও ছিল একই রকম/ যতই ব্যতিব্যস্ততা থাক/ কাজকর্ম শিকায় তুলে/ গৃহপালিত হাঁস-মুরগির মতো/ সুড়সুড় করে ঢুকে যেত রাত্রির খোঁয়াড়ে।’
মুক্তিযোদ্ধা এ কবির স্বপ্ন ছিল চে গুয়েভারা হওয়ার। লেখালেখির শুরু স্কুলজীবন থেকেই। পেশাজীবন শুরু সাংবাদিকতা দিয়ে, এখনও আছেন সেই পেশাতেই। এবারের বইমেলা উপলক্ষে প্রকাশিত তার ‘ফকিন্নী জমিলা সমীপে প্রেমোত্থাপনের বয়ান’ বইটির প্রচ্ছদ এঁকেছে ধ্রুব এষ। বইটির মূল্য ২৮০ টাকা মাত্র।