Logo
Logo
×

জাতীয়

বৃহত্তর স্বার্থে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে বললেন ধর্ম উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম

বৃহত্তর স্বার্থে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে বললেন ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের মধ্যে ছোটখাটো কিছু মতপার্থক্য রয়েছে। অতীতে ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। এরপরও বৃহত্তর স্বার্থে মুসলমানদের কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার ঢাকার আশুলিয়ায় ‘কাইচাবাড়ী রোডে মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘মুসলিমদের জন্য সুন্নাহর গুরুত্ব অপরিসীম। এই সুন্নাহ থেকে বিচ্যুত হলে বিদআত আমাদের গ্রাস করবে। তাওহীদ ও রিসালাত ইসলামের দুটি মৌলিক নীতিমালা। শিরক জায়গা পেলে তৌহিদ বিদায় নেয় এবং বিদআত জায়গা পেলে সুন্নাত বিদায় নেয়। মুসলিমদের তৌহিদ ও সুন্নাত দুটিকেই আঁকড়ে ধরতে হবে।’

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘শিরকের সঙ্গে কোনো আপোষ নেই। ঠিক একইভাবে আমরা বিদাতের সঙ্গেও আপোষ করতে পারি না।’ এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

ড. খালিদ বলেন, ‘আমাদের অন্তর সংকীর্ণ। নিজের দল, মত ও পথের মানুষ ছাড়া অন্যদের আমরা অন্তরে স্থান দিতে পারি না।’ তিনি মুসলমানদের অন্তরকে প্রসারিত করার অনুরোধ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল আরিফী বলেন, ‘ইসলামি শরিয়তে সুন্নাহর গুরুত্ব ও ব্যাপকতা অত্যধিক। শরিয়তের দ্বিতীয় উৎস হিসেবে মুসলমানদের জীবনে সুন্নাহ বিশেষ তাৎপর্য বহন করে। সুন্নাতকে সর্বান্তকরণে মেনে নেওয়া ছাড়া ঈমানদার হওয়া যায় না।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও ছিলেন– ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান, সৌদি দূতাবাসের ধর্ম বিষয়ক এ্যাটাশে মুবারক বিন আমেক আল আনাযী, পাকিস্তানের হারাকাতুল কুরআন ওয়াসসুন্নাহর হাফেজ আল্লামা শাইখ ইঞ্জিনিয়ার ইবতিসাম ইলাহী যহীরসহ আহলে হাদিসের নেতারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম