Logo
Logo
×

জাতীয়

অর্থনীতির কিছু কিছু জায়গায় ভালো করেছে সরকার: মাসুদ কামাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪ পিএম

অর্থনীতির কিছু কিছু জায়গায় ভালো করেছে সরকার: মাসুদ কামাল

অন্তর্বর্তী সরকারের ছয় মাসের মূল্যায়ন করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, দ্রুত নির্বাচন দিলে অনেক সমস্যার সমাধান হবে বলে মনে করেন। সরকার যখন দায়িত্ব নেয় তখন মানুষের একটা প্রত্যাশা ছিল নির্দলীয় আচরণ করবে। রাজনীতির বাইরে থাকবে। মানুষের অনেক আকাঙ্ক্ষা ছিল সেগুলো একটার পর একটা পূরণ হবে। বাস্তবে দেখা গেল, সরকার দায়িত্ব নেওয়ার পর মানুষের প্রাপ্তি ও অকাক্সক্ষাগুলো অনেক ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। তবে একটা বড় বিষয় হচ্ছে, অর্থনীতির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ভালো করেছে সরকার। টাকা পাচার বন্ধ করেছে। তবে সরকারের উচিত হবে যতদ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন করে, নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। যতই দিন যাবে আমার ধারণা এই সরকারের জনপ্রিয়তা আরও কমতে থাকবে। তখন সাধারণ মানুষ আরও হতাশ হবে।

তিনি বলেন, সরকারের মধ্যে এক ধরনের চেষ্টা ও আন্তরিকতা ছিল। কিন্তু  সরকারের করা কমিশনগুলো অতোটা দক্ষ হয়নি। যে কারণে সংস্কারগুলোও এক ধরনের বিলম্বিত হতে থাকল। প্রথমে চারটি কমিশনের প্রতিবেদন দিল ১৬ জানুয়ারি। এর আগে সরকার কথা দিয়েছিল কমিশনগুলো প্রতিবেদন দেওয়ার পর একটা জাতীয় ঐক্য কমিশন করবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরুই করতে পারল না। এভাবে তাদের যে কালক্ষেপণ, এর পেছনে হয় অদক্ষতা অথবা সিদ্ধান্তহীনতা কাজ করছে। এতে করে নির্বাচনটা বিলম্বিত হতে থাকল। এ নিয়ে দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে।

ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এর প্রতি সরকারের এক ধরনের সম্পৃক্ততা দেখা গেছে। যদিও এখনো দল ঘোষণা করা হয়নি। কিন্তু ছাত্রদের এই দল গঠনে সরকারের বিভিন্ন পর্যায় থেকে নানাভাবে সমর্থন, উৎসাহ রয়েছে বলে মনে হচ্ছে। এতে বুঝা যায়, এই সরকারকে যতটা নিরপেক্ষ আশা করা হয়েছিল সেই নিরপেক্ষতা তারা অনেকটা হারিয়েছে। এটার কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ‘সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে’। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম